ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঢাকায় বিশেষায়িত হাসপাতাল স্থাপনে জাপানের আগ্রহ

হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকায় বিশেষায়িত হাসপাতাল স্থাপনে জাপানের আগ্রহ

সচিবালয় প্রতিবেদক : নারী ও শিশুদের জন্য ঢাকায় একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আগ্রহ দেখিয়েছে জাপান।

 

রোববার জাপানের লিংক স্টাফ কোম্পানি লিমিটেডের এক প্রতিনিধিদল সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে সাক্ষাৎ করতে এসে এই আগ্রহের কথা জানান।

 

জাপান সরকার ও জাপানি একটি হাসপাতালের সহায়তায় ঢাকায় এই হাসপাতাল স্থাপন করা হবে বলে জানান প্রতিনিধিদল।

 

লিংক স্টাফ-এর প্রেসিডেন্ট ইয়াসুয়াকি সুগিতা চার সদস্যবিশিষ্ট এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

 

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতের অগ্রগতি সারা বিশ্বে প্রশংসা অর্জন করছে। দেশীয় উদ্যোক্তার পাশাপাশি বিভিন্ন দেশের উদ্যোক্তারাও বাংলাদেশে আসছে স্বাস্থ্য স্থাপনা নির্মাণের আগ্রহ নিয়ে।

 

তিনি বলেন, দেশের ইতিহাসে সর্বোচ্চ বিনিয়োগবান্ধব পরিবেশ এখন বিরাজ করছে বাংলাদেশে। সরকারও বেসরকারি উদ্যোগকে সব সময় স্বাগত জানায়।

 

পরে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সরকারি হাসপাতালগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে বেসরকারি সংস্থা নিয়োগ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় মালায়েশিয়ার একটি বেসরকারি সংস্থা এই কার্যক্রম প্রক্রিয়ার প্রস্তাব উপস্থাপন করে।

 

বিভিন্ন দেশি ও বিদেশি সংস্থা দেশের সরকারি হাসপাতালগুলোতে পরিচ্ছন্নতা ও বর্জ ব্যবস্থাপনা কার্যক্রমসহ কয়েকটি ক্ষেত্রে আউটসোর্সিং-এর মাধ্যমে কাজ করার আগ্রহ দেখিয়েছে।

 

সবকয়টি প্রস্তাবনা পরীক্ষা নিরীক্ষা করে শিগগিরই একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ জানুয়ারি ২০১৭/হাসান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়