ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডাক্তারদের রোগীর সঙ্গে মিশতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ২৫ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডাক্তারদের রোগীর সঙ্গে মিশতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডাক্তারকে প্রত্যেক রোগীর সঙ্গে মিশতে হবে, রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। রোগীদের সেবা দেওয়াই ডাক্তারদের কাজ। এর পাশাপাশি জঙ্গিবাদ দমনে নিজ নিজ অবস্থান থেকে তাদেরকে কাজ করতে হবে।

সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

বুধবার বিকেলে কলেজের অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরো বলেন, সরকারি ওষুধ রোগীদের মধ্যে সঠিকভাবে বণ্টন করতে হবে। এটা সংশ্লিষ্টদের অবশ্যই কর্তব্য।

ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মুর্শেদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ডা. দিলীপ কুমার ভৌমিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান, বিএমএ’র কেন্দ্রীয় মহাসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি (অ্যাডমিন) ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুস সবুর মিয়া প্রমুখ।



রাইজিংবিডি/সিলেট/২৫ জানুয়ারি ২০১৭/কামাল/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়