ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বগুড়ায় হাসপাতালে অভিযান, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

একে আজাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বগুড়ায় হাসপাতালে অভিযান, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের কানছগাড়ী আবাসিক এলাকায় ভুয়া চিকিৎসক দিয়ে হাসপাতাল চালানো এবং হাসপাতালে বিভিন্ন অনিয়মের কারণে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

ফাতেমা জেনারেল হসপিটালের ভুয়া ডাক্তারকে দেড় লাখ টাকা এবং হাসপাতালের মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বিচারক জানান, ডাক্তারের পরিবর্তে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন ফয়েজ নামের একজন প্যারামেডিক। এক্সরে রুমটির রঞ্জন-রশ্মি প্রতিরোধের কোনো ব্যবস্থা নেওয়া ছিল না। এর বাইরেও এ হাসপাতাল চালানোর জন্য যে সকল সতর্কতামূলক ব্যবস্থা এবং নিয়ম পালন করার কথা, সেগুলোর অনেক কিছুতেই ঘাটতি ছিল।



রাইজিংবিডি/বগুড়া/২ ফেব্রুয়ারি ২০১৭/একে আজাদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়