ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খুলনায় কাতার ক্রিয়েটিং ভিশন প্রকল্পের উদ্বোধন

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় কাতার ক্রিয়েটিং ভিশন প্রকল্পের উদ্বোধন

কাতার ক্রিয়েটিং ভিশন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় কাতার ক্রিয়েটিং ভিশন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের অডিটরিয়ামে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. সৈয়দ মোদাচ্ছের আলী।

কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের অর্থায়নে এবং অরবিস ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল প্রকল্পটি বাস্তবায়ন করছে।

হাসপাতালের পরিচালক  ডা. মো. আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রওশন আনোয়ার, ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. মুনীর আহম্মেদ, সিভিল সার্জন  ডা. এ এস এম আব্দুর রাজ্জাক, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উপদেষ্টা ড. মো. বাহউদ্দিন মল্লিক ও ডা. মো. শহিদুল্লাহ।

বক্তব্য রাখেন ডা. মো. মিজানুর রহমান নাসিম, ডা. নজরুল ইসলাম, ডা. এস এম এম রহমান, মো. শহিদুল ইসলাম, মীর মিজানুর রহমান, মো. রেজাউল করিম, মো. আজিমুল মুনির হোসেন।

 

 

রাইজিংবিডি/খুলনা/৩ ফেব্রুয়ারি ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়