ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুষ্টিয়ায় ৩ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ১১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুষ্টিয়ায় ৩ জন নিপাহ ভাইরাসে আক্রান্ত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় খেজুরের রস খেয়ে একই পরিবারের তিনজন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছে। 

আক্রান্তরা হলো ভেড়ামারা উপজেলার বামনপাড়া এলাকার ইমরুলের স্ত্রী ছাবিনা খাতুন (২৭), তার শিশুকন্যা ইমু (১০) এবং শিশুপুত্র আবীর (৮)।

শনিবার বিকেলে মুমূর্ষু অবস্থায় তাদের প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক হাবিবুর রহমান জানান, নিপাহ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা খেজুরের রস খেয়ে অসুস্থ হয়ে পড়ে।



রাইজিংবিডি/কুষ্টিয়া/১১ ফেব্রুয়ারি ২০১৭/কাঞ্চন কুমার/বকুল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়