ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চমেক হাসপাতালেও ইন্টার্ন ডাক্তারদের ধর্মঘট

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ৫ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চমেক হাসপাতালেও ইন্টার্ন ডাক্তারদের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন ডাক্তাররাও আজ রোববার বিকেল থেকে ধর্মঘট শুরু করেছেন।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চার ইন্টার্ন ডাক্তারের শাস্তি প্রত্যাহার দাবিতে কেন্দ্রীয়ভাবে ডাকা ধর্মঘটে একাত্মতা প্রকাশ করে চমেক হাসপাতালে ইন্টার্ন ডাক্তাররা ধর্মঘট শুরু করেছেন বলে নিশ্চিত করেছেন চমেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদুল ইসলাম।

এর আগে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডাক্তাররা ধর্মঘট শুরু করেছেন।

ইন্টার্ন ডাক্তাররা জানান, চার ইন্টার্ন ডাক্তারের স্থগিতাদেশ প্রত্যাহার ও সবার নিরাপদ কর্মস্থলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা ধর্মঘট পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের ধর্মঘট চলবে। ধর্মঘটে জরুরি বিভাগে স্বাস্থ্য সেবা স্বাভাবিকভাবে চলবে। তবে হাসপাতালের ওয়ার্ডে ইন্টার্ন ডাক্তাররা দায়িত্ব পালন করবেন না।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৬৩ জন ইন্টার্ন ডাক্তার কর্মরত রয়েছেন। ধর্মঘটে হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/০৫ মার্চ ২০১৭/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়