ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘স্থূলতা কিডনি রোগের ঝুঁকি বাড়ায়’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ৮ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘স্থূলতা কিডনি রোগের ঝুঁকি বাড়ায়’

নিজস্ব প্রতিবেদক:  বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের  সভাপতি অধ্যাপক রফিকুল আলম বলেছেন, শরীরে অতিরিক্ত চর্বি জমার কারণে স্থূলতা বৃদ্ধি পায়। স্থূলতার জন্য কিডনির ছাকনির অতিরিক্ত কাজ করতে হয়। যার ফলে ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা কমে যায়। দীর্ঘমেয়াদে তখন কিডনি রোগের ঝুঁকি বেড়ে যায়।

বিশ্ব কিডনি দিবস-২০১৭ সামনে রেখে বৃহস্পতিবার  দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অধ্যাপক রফিকুল আলম বলেন, ‘কিডনি সুস্থ রাখতে সবসময় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও রক্তে সুগার নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রচুর শাক-সবজি ও ফলমূল খেতে হবে। ফাস্টফুড ও ড্রিংকস পরিহার করতে হবে। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে এবং কায়িক পরিশ্রম করতে হবে। প্রতিদিন দেড় থেকে দুই লিটার বিশুদ্ধ পানি পান করতে হবে। তামাক, সিগারেট বর্জন করতে হবে।’
 
তিনি বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘স্থুলতা কিডনি রোগ বাড়ায়, সুস্থ জীবনযাপনে সুস্থ কিডনি।’ দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার  রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।এতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।’

সংবাদ সম্মেলনে কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক হারুন অর রশীদ, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
   

 

রাইজিংবিডি/ঢাকা/৮ মার্চ ২০১৭/আসাদ/হাসান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়