ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিএসএমএমইউতে ওয়ার্কশপ

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ১১ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএসএমএমইউতে ওয়ার্কশপ

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দুই দিনব্যাপী মহেশ দেশাই ইউরোলিথাইসিস বিষয়ক কোর্স ও লাইফ অপারেটিভ ওয়ার্কশপ শুরু হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জন্স এর যৌথ উদ্যোগে এবং বৈজ্ঞানিক সহযোগী ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস এর সহযোগিতায় এ কোর্স ও লাইভ ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।

অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, মহেশ দেশাই ইউরোলিথাইসিস কোর্স এবং লাইফ অপারেটিভ ওয়ার্কশপটি ইউরোলজি বিষয়ক চিকিৎসকদের জন্য বিভিন্ন টেকনিক্যাল বিষয় ও নতুন নতুন ধারণার বিষয় অবহিত হতে এবং এ সম্পর্কিত সর্বশেষ জ্ঞানসমৃদ্ধ তথ্য পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কোর্সটি রোগীদের জন্য কল্যাণ বয়ে আনবে। চিকিৎসকরা সংশ্লিষ্ট রোগীদের রোগ ও সমস্যা আগেভাগেই চিহ্নিত করতে পারবেন এবং দ্রুত প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে পারবেন।



রাইজিংবিডি/ঢাকা/১১ মার্চ ২০১৭/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়