ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘তিন মাসের জন্মনিয়ন্ত্রণ সামগ্রী মজুত আছে’

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ১০ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘তিন মাসের জন্মনিয়ন্ত্রণ সামগ্রী মজুত আছে’

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আগুন লেগে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পুড়ে গেলেও দেশে এসব সামগ্রীর আগামী তিন মাসের মজুত আছে।

সোমবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পুড়ে যাওয়া গোডাউন পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের ৪৮৮টি উপজেলায় ও ২১টি আঞ্চলিক গোডাউনে পরিবার পরিকল্পনার বিভিন্ন সামগ্রী আগামী তিন মাসের মজুত আছে। তাই সাময়িকভাবে কোনো অসুবিধা হবে না। দেশে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর ঘাটতিও হবে না।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘গোডাউনে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটি নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে যদি কেউ জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাপের কাজ চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, রোববার দিবাগত রাতে রাজধানীর মহাখালীর সাততলা মোড় এলাকায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটি গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এই গোডাউনে জন্মনিয়ন্ত্রণের সব ধরনের পদ্ধতি ও সামগ্রী সংরক্ষণ করা হতো।



রাইজিংবিডি/ঢাকা/১০ এপ্রিল ২০১৭/নূর/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়