ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিনা অপারেশনে শিশুদের হৃদরোগের চিকিৎসা

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৮, ১১ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিনা অপারেশনে শিশুদের হৃদরোগের চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক : বিনা অপারেশনে জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতা দিতে বাংলাদেশে আসছেন ভারতীয় চিকিৎসক ডা. অমিতাভ চট্টোপাধ্যায়।

আগামী ২২ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তিনি শিশু হৃদরোগীদের চিকিৎসা দেবেন।

বৃস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শিশু কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশু হৃদরোগীদের বিনা-অপারেশনে চিকিৎসার জন্য শিশু-হৃদরোগী/অভিভাবক/ সংশ্লিষ্ট চিকিৎসকদের যোগাযোগ করতে বলা হয়েছে।

যোগাযোগ- রুম নং- ৪০৩, ব্লক ডি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা-১০০০। টেলিফোন: ৯৬১২৬৫৩ (অফিস), মোবাইল: ০১৭১৪২৭৭২৭২, ০১৭৫৭১০৯৫৫১, ০১৯৪৮২৮৭৬২৪, ০১৯৩৩২৪৪৭৪৪ ও ০১৭১১৮৯০২৭৫।

বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার জানান, বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শিশু হৃদরোগ ইউনিট কাজ করছে। বর্তমানে পাঁচ শয্যা বিশিষ্ট আইসিইউ এবং দশ শয্যা বিশিষ্ট একটি ওয়ার্ড চালু আছে। শিশু হৃদরোগীদের জন্য আলাদা একটি ক্যাথল্যাব স্থাপন করা হয়েছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ মে ২০১৭/সাওন/উজ্জল                                 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়