ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভুল চিকিৎসায় জীবন গেল ঢাবি ছাত্রীর

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ১৮ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভুল চিকিৎসায় জীবন গেল ঢাবি ছাত্রীর

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসকের ভুল চিকিৎসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্রী আফিয়া আক্তার চৈতী মারা গেছে বলে অভিযোগ উঠেছে। পরে নিহতের স্বজন ও সহপাঠীরা রাজধানীর গ্রিনরোডের সেন্ট্রাল হাসপাতালে ভাঙচুর করে।

বৃহস্পতিবার রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ রাইজিংবিডিকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তে তেমন কিছু পাওয়া গেলে চিকিৎসকদের আইনের আওতায় আনা হবে।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. আমজাদ আলী সাংবাদিকদের বলেন, ‘ভুল চিকিৎসায় ছাত্রী মারা গেছে। এ ক্ষোভে তার সহপাঠীরা হাসপাতালে ভাঙচুর করে। আমি নিজেই বাদি হয়ে মামলা করেছি।’

তিনি দোষী চিকিৎসকের শাস্তি দাবি করেন।

জানা গেছে, বুধবার জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন আফিয়া। কিন্তু তাকে ব্লাড ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়। এ কারণে বৃহস্পতিবার ওই ছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। চৈতীর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। সে প্রথম বর্ষের ছাত্রী ছিল।



রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৭/মাকসুদ/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়