ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আজ চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিস বন্ধ

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৯, ২৩ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আজ চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিস বন্ধ

নিজস্ব প্রতিবেদক : আজ চিকিৎসরা প্রাইভেট প্রাকটিস করবেন না। সারা দেশেই প্রাকটিস বন্ধ থাকছে।

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এ কর্মসূচির ডাক দিয়েছেন।

চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সেন্ট্রাল হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটে।

শনিবার বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) এক জরুরি সভায় এ সিদ্ধান্তের পাশাপাশি কালো ব্যাচ ধারণেরও সিদ্ধান্ত নেওয়া হয়। ২১ মে থেকে ২৫ মে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সরকারি-বেসরকারি সব হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকদের কালোব্যাজ ধারণের সিদ্ধান্ত হয়।

গত ১৭ মে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আফিয়া জাইন চৈতীকে অসুস্থ অবস্থায় সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুরে তার মৃত্যু হয়। ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে এমন অভিযোগ এনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসপাতালে ভাঙচুর করে।

ওই ছাত্রীর মৃত্যুর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নয় চিকিৎসককে আসামি করে মামলা করা হয়। গতকাল সোমবার আদালত আট চিকিৎসককে জামিন দেন। তার আগে আরেক চিকিৎসক জামিন পান।




রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৭/সাওন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়