ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদশে ইউনিভার্সিটিতে চক্ষুক্যাম্প

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ২৪ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদশে ইউনিভার্সিটিতে চক্ষুক্যাম্প

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) দিনব্যাপী বিনামূল্যে চক্ষুক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি প্রতিষ্ঠান ‘ফ্যাশন চক্ষু হাসপাতাল লি.’এর মানবিক কর্মসূচির আওতায় এবং বাংলাদেশ ইউনিভার্সিটির সার্বিক সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে বিইউ মিলনায়তনে চক্ষুক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ইঞ্জি. এম এ গোলাম দস্তগীর। এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিইউর উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল হক শরীফ, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক (প্রশাসন ও নিরাপত্তা) মেজর (অব.) কেএসএম এজাজ আফজাল, বিভাগীয় প্রধানরা, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ছাত্র-ছাত্রীরা।

দিনব্যাপী অনুষ্ঠিত এ ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন ডা. পার্থ মিস্ত্রী। চক্ষু ক্যাম্পে বাংলাদেশ ইউনিভার্সিটির প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর চোখ পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রাথমিক চিকিৎসাসেবা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয়। এছাড়াও এদের মধ্য থেকে উল্লেখযোগ্য সংখ্যক রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৭/ সাওন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়