ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিএসএমএমইউতে ঈদ পুনর্মিলনী

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ৯ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএসএমএমইউতে ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউতে) ঈদ পুনর্মিলনী হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে পুনর্মিলনীতে ডিন, বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধান, শিক্ষক, ছাত্র-ছাত্রী, চিকিৎসক, রেসিডেন্ট চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীরা অংশ নেন। উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।  

ঈদ পুনর্মিলনীতে উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান ছাড়াও উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এএসএম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বডুয়া, ডেন্টাল অনুষদের অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. অসীম রঞ্জন বড়ুয়া, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবদুস সোবহান প্রমুখ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/৯ সেপ্টেম্বর ২০১৭/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়