ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাসাইলের চাপড়া বিলে নৌকা বাইচ অনুষ্ঠিত

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাসাইলের চাপড়া বিলে নৌকা বাইচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : জেলার বাসাইল উপজেলার চাপড়া বিলে (বাসুলিয়া) নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখতে সর্বস্তরের হাজারো মানুষের ঢল নামে। রঙ-বেরঙের বাহারি নৌকা, বাদ্যযন্ত্র, নাচ-গান আর মাঝি-মাল্লাদের সুর-চিৎকার সব মিলিয়ে চাপড়া বিলে বইছিল উৎসবের আমেজ।

বাংলার গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে প্রয়াত সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে হাইকন ইলেকট্রনিক্স লিমিটেড ও আলাউদ্দিন টেক্সটাইল মিলসে্র পৃষ্ঠপোষকতায় এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

বাসাইল-সখীপুরের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের তত্বাবধায়নে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. কামরুল হাসান খান।

 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদার, ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি একে আজাদ খানশুর।

 


ঐহিত্যবাহী এই নৌকা বাইচ দেখতে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে দর্শনার্থীরা এসে ভিড় করে। নারী-পুরুষের পাশাপাশি শিশুদের উপস্থিতিও লক্ষ্য করার মতো ছিল।

প্রতিযোগিতায় ছয়টি গ্রুপে ছোট বড় মিলিয়ে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত প্রায় ৫০টিরও বেশি নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।

 

 

রাইজিংবিডি/টাঙ্গাইল/১৬ সেপ্টেম্বর ২০১৭/শাহরিয়ার সিফাত/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়