ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইডেনের ছাত্রী আঁখির চিকিৎসার দায়িত্ব নিলেন কাদের

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ৫ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইডেনের ছাত্রী আঁখির চিকিৎসার দায়িত্ব নিলেন কাদের

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ইডেন কলেজের ছাত্রী আঁখি মনির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রায় দেড় বছর ধরে আঁখি মনির চিকিৎসা চলছে। এর আগে তার একটি পায়ের অপারেশন হয়েছে। অন্য পায়ের অপারেশন পরবর্তী অগ্রগতি দেখতে হাসপাতালে আঁখি মনির শয্যাপাশে হাজির হন মন্ত্রী। এ সময় তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা জানান ওবায়দুল কাদের।

আঁখি মনির মা সালমা আক্তার বলেন, পায়ে ত্রুটি নিয়েই আঁখির জন্ম। তবু অদম্য প্রাণশক্তি নিয়ে পড়ালেখায় বরাবরই ভালো করেছে সে। ভর্তি হয় ইডেন কলেজে। স্বাভাবিক চলাফেরা সে করতে পারত না। পা দুটি বাঁকা হওয়ায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয় তাকে।

চিকিৎসার দায়িত্ব নেওয়ায় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আঁখি মনির মা।

সালমা আক্তার আরো বলেন, স্বাভাবিকভাবে হাঁটতে পারার স্বপ্ন বাস্তব হতে যাচ্ছে আঁখির। আঁখি পড়ালেখা শেষ করার ইচ্ছা প্রকাশ করেছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তার পড়ালেখার দায়িত্ব নিয়েছেন।

আঁখি মনি ইডেন কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী। তার বাড়ি টাঙ্গাইলের সখীপুরে।



রাইজিংবিডি/ঢাকা/৫ ডিসেম্বর ২০১৭/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়