ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রশ্নফাঁস : স্বীকারোক্তিকারী আসামি রকিবুলের জামিন

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ১১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রশ্নফাঁস : স্বীকারোক্তিকারী আসামি রকিবুলের জামিন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের মামলায় আদালতে দোষ স্বীকারোক্তি প্রদানকারী রকিবুল হাসান ইছানী নামের এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা গত মঙ্গলবার এ আসামির ১০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

গত ১২ ডিসেম্বর এ আসামিসহ ৩ জন নাটোর ও রাজশাহী থেকে গ্রেপ্তার হন। ওইদিনই ঢাকা সিএমএম আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিন দিনের রিমান্ড শেষে গত ১৫ ডিসেম্বর ওই ৩ জনসহ ৫ জন আসামি এক সঙ্গে আদালতে দোষ স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

প্রশ্নপত্র ফাঁস হওয়া শাহবাগ থানার ওই মামলায় শুধু রাকিবুল হাসান ইছানী নয় আরও ৪ জন আসামি জামিন পেয়েছেন। এরা হলেন, সুজাউর রহমান সানা, আজিজুল হাকিম, ইশরাক হোসেন রাফি ও তানভির আহমেদ মল্লিক। আসামিদের মধ্যে সানা গত ৩১ ডিসেম্বর ঢাকা সিএমএম আদালত থেকে, আজিজুল মহানগর দায়রা জজ আদালত থেকে এবং মল্লিক ও রাফি শিশু আদালত থেকে জামিন পেয়েছেন।

মামলার নথি অনুযায়ী মামলাটিতে এ পর্যন্ত প্রায় ২৬ জন আসামি গ্রেপ্তার হয়েছেন। আসামিদের মধ্যে রাকিবুল হাসান ইছানীসহ ১১ জন দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এর আগে ২০১৭ সালের ২০ অক্টোবর সিআইডি পুলিশের পরিদর্শক মোহাম্মাদ আশরাফুজ্জামান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।



রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৭/মামুন খান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়