ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এশিয়ান হ্যান্ডবল চ্যাম্পিয়ানশিপে হারে শুরু বাংলাদেশের

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ১৮ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এশিয়ান হ্যান্ডবল চ্যাম্পিয়ানশিপে হারে শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক : এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও দক্ষিণ কোরিয়া হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে ‘১৮তম এশিয়ান হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ ২০১৮।’

দক্ষিণ কোরিয়ার সোয়ানে অনুিষ্ঠত এই প্রতিযোগিতায় আজ বাংলাদেশ দল স্বাগতিক দক্ষিণ কোরিয়া হ্যান্ডবল দলের মুখোমুখি হয়। তবে সুবিধা করতে পারেনি লাল-সবুজের পতাকাবাহীরা। দক্ষিণ কোরিয়া হ্যান্ডবল দলের কাছে ৪৬-২০ গোলের ব্যবধানে হেরে গেছেবাংলাদেশ হ্যান্ডবল দল। বিজয়ী দল প্রথমার্ধে ২১-৮ গোলে এগিয় ছিল।

দক্ষিণ কোরিয়া হ্যান্ডবল দলের পক্ষে সর্বোচ্চ গোল করেন সিম জিকব (৮টি)। ৭টি গোল করেছেন হামিম হো। বাংলাদেশ হ্যান্ডবল দলের পক্ষে সর্বোচ্চ ৪টি করে গোল করেন মেহেদি হাসান, মাহাবুব ও সোহাগ হোসেন আরিফ। ৩টি গোল করেছেন সামির সাকির ইমন।

আগামীকাল শুক্রবার দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় বিকেল ৫টায় বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। যেখানে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত হ্যান্ডবল দল।



রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়