ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘তামিম-সাকিবের’ মতো ব্যাটসম্যান চান জারভিস

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ২৩ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘তামিম-সাকিবের’ মতো ব্যাটসম্যান চান জারভিস

ক্রীড়া প্রতিবেদক : এনামুল হক বিজয়কে দিনের শুরুতেই হারানোর পর তামিম ও সাকিব বড় জুটি গড়ে বাংলাদেশের রানের চাকা সচল রাখেন। ১০৬ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামলে দলকে বড় স্কোরের ভিত গড়ে দেন। কিন্তু তাদের এ জুটি ভাঙার পর বড় কোনো পুঁজি পায়নি বাংলাদেশ।

মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটিং ধসে দুইশ রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়। শেষ দিকের ব্যাটসম্যানরা অবদান রাখায় সম্মানজনক সংগ্রহ পায় স্বাগতিকরা। দলের বিশাল জয়ে সবথেকে বড় অবদান সাকিব-তামিমের জুটি। দুজনই পেয়েছেন হাফ সেঞ্চুরি। সাকিব ৫১ রানে ফিরে গেলেও তামিম নিজের স্কোরকে আরেকটু বড় করেছেন। ৭৬ রানে তামিম ফিরেন সাজঘরে। টপ অর্ডারের দুই বাঁহাতি ব্যাটসম্যানের এমন ব্যাটিংয়ে মু্গ্ধ জিম্বাবুয়ের পেসার কাইল জারভিস।

টানা দ্বিতীয়বারের মতো ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারায় হতাশ এ পেসার। খোলা মনেই বলেছেন তাদের দলে প্রয়োজন ‘তামিম-সাকিবের’ মতো ব্যাটসম্যান। ৯১ রানের হারের পর সংবাদ সম্মেলনে এসে জারভিস বলেন,‘তামিম ও সাকিব যেভাবে ব্যাটিং করেছে...সুযোগ কাজে লাগিয়ে উইকেটের চারিপাশে যেভাবে শট খেলেছে তা ছিল দারুণ। তারা রান করেছে। আমাদেরও তা করা প্রয়োজন। আমাদের এ ধরণের দুই বা তিনজন ব্যাটসম্যান প্রয়োজন যারা রান করবে। আমরা বড় মঞ্চে পারফর্ম করতে পারছি না।’

দলের হার নিয়ে জারভিস বলেছেন,‘ব্যক্তিগতভাবে আমি খুবই হতাশ। আমরা ফিল্ডিংয়ে ভালো ছিলাম। ২১৭ রান অনায়াসে তাড়া করা যেত। আমরা ভালো অবস্থানেই ছিলাম। শুরুতেই তিন উইকেট হারিয়ে আমরা পিছিয়ে পড়ি। বাংলাদেশের দারুণ বোলিং আক্রমণের সামনে ওখান থেকে ফিরে আসা কষ্টসাধ্য।’

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ এবং শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ হেরে জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠা এখনও নিশ্চিত নয়। শেষ ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারালে জিম্বাবুয়ের ফাইনালে উঠা হবে। জারভিসও তাকিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচের দিকে,‘রান রেটের হিসাব আসছে নিশ্চিতভাবেই। বাংলাদেশ আমাদের ফেবার করতে পারবে। তবে আমাদের অন্যর উপর নির্ভর করা উচিত নয়। আমাদেরকেই জেতা উচিত ছিল। আমরা ভালো একটি স্কোয়াড তৈরি করছি। শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা আমাদের আত্মবিশ্বাসী করবে। এখান থেকে ভালো কিছু আমাদের গ্রহণ করতে হবে।’



রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়