ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কোটালীপাড়া পৌরমেয়র বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ১২ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোটালীপাড়া পৌরমেয়র বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

গোপালগঞ্জ প্রতিনিধি : কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ কামাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। সোমবার বিকেল ৫টায় জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এ ঘোষণা দেন।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুন্সি ওহিদুজ্জামান জানান, কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শেখ কামাল হোসেন মনোনয়ন পত্র জমা দেন। আজ মনোনায়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদে আর কোনো প্রার্থী না থাকায় তাকে বেসরকারিভাবে মেয়র ঘোষণা করা হয়েছে।

অপরদিকে, আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সাধারণ কাউন্সিলর পদে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এ নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ ও পুরুষ কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থী রয়েছেন। তারা আগামী ২৯ মার্চ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কোটালীপাড়া পৌরসভায় মোট ভোটার ১৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৬৯৭ জন ও নারী ভোটার ৬ হাজার ৬১৮ জন।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/১২ মার্চ ২০১৮/বাদল সাহা/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়