ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মৃত ঘোষিত সেই নবজাতক লাইফ সাপোর্টে

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ২৩ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মৃত ঘোষিত সেই নবজাতক লাইফ সাপোর্টে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত ঘোষণা করা নবজাতককে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ঢাকা শিশু হাসপাতালের আইসিইউতে তাকে বাঁচাতে সব ধরনের চেষ্টা করছেন চিকিৎসকরা।

শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ সাংবাদিকদের জানান, ‘বর্তমানে কার্ডিয়াক আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে শিশুটিকে। তার অবস্থা ভালো, তা বলা যাবে না। হার্টবিট খুবই কম, শ্বাস-প্রশ্বাস নিতে পারছে না। সাত মাসে ভূমিষ্ঠ হওয়ায় তার ওজনও কম। শরীরে রক্তশূন্যতা আছে। নাভি দিয়ে রক্ত বের হচ্ছে।’

এদিকে ঢামেক হাসপাতাল থেকে জানানো হয়, শনিবার রাতে গর্ভাবস্থায় কোনো নাড়াচাড়া না পেয়ে তখনই মৃত ধরে নেওয়া হয় নবজাতককে। সোমবার সকালে নরমালি ডেলিভারি করানো হয়। সকালে শিশুটিকে কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। শিশুটির মামা ১০টা ১২ মিনিটে আজিমপুর কবরস্থানে কবর দেওয়ার জন্য গোসল করাতে গেলে নড়ে ওঠে নবজাতকটি। পরে তাকে আজিমপুর মেটারনিটি হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম এ নাসির সাংবাদিকদের বলেন, ‘কীভাবে এ ঘটনা ঘটল, তার তদন্ত শুরু হয়েছে। কমিটি করা হয়েছে। তাছাড়া নবজাতকের মা শারমিন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।’



রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়