ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সেবা দিতে বিএসএমএমইউতে মালয়েশিয়ান চিকিৎসক

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ৭ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেবা দিতে বিএসএমএমইউতে মালয়েশিয়ান চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ার বিখ্যাত ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট দাতুক ডা. রসলি মো. আলী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জটিল হৃদরোগীদের চিকিৎসা সেবা প্রদান করবেন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামী ১৩ মে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালদের ডি-ব্লকের কার্ডিওলজি বিভাগে রোগীদেরকে সেবা দেবেন।

তিনি বলেন, আগ্রহী রোগীদেরকে বিশ্ববিদ্যালয়ের ডি-ব্লকের ৪১৮ নম্বর কক্ষে অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ডা. রসলি মো. আলী বর্তমানে মালয়েশিয়ার কার্ডিয়াক ভাসকুলার সেন্ট্রাল কুয়ালালামপুরে কার্ডিওলজি বিভাগে কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত আছেন।



রাইজিংবিডি/ঢাকা/৭ মে ২০১৮/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ