ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিমস-সাপা সিম্পোজিয়াম ও র‌্যালি ২১ সেপ্টেম্বর

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ৯ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিমস-সাপা সিম্পোজিয়াম ও র‌্যালি ২১ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক : সাউথ এশিয়া পিস এলায়েন্স (SAPA)-এর বাংলাদেশ চ্যাপ্টার ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমস) যৌথ উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল পিস ডে’ উপলক্ষে সিম্পোজিয়াম ও র‌্যালি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ২১ সেপ্টেম্বর বর্ণাঢ্য র‌্যালি শেষে রাজধানীর হোটেল পূর্বাণীতে সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে।

শনিবার বিমসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া র‌্যালিতে বাংলাদেশের সব মেডিয়েটর অংশ নিবেন। ‌র‌্যালি সুপ্রিম কোর্ট অঙ্গন থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে শেষ হবে। ‌র‌্যালি শেষে হোটেল পূর্বাণীতে আন্তর্জাতিক পিস ডে-এর ওপর সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে।

সিম্পোজিয়ামে আলোচক হিসেবে থাকবেন ইন্টারন্যাশনাল পিস একটিভিটিস্ট ড. সানী টানসেন, অধ্যাপক সুরেন্দ্র রেড্ডি, সাপা’র ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটর ড. ইবিদ ট্যারাসান, এশিয়া কো-অর্ডিনেটর ড. পিভি রাজা গোপাল, ইন্টারন্যাশনাল ট্রেইনার অন সলিডারিটি জিল কার্ল হারিস, ইন্টারন্যাশনাল মেন্টর ড. কে এস শর্মা।

সিম্পোজিয়ামে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিমস) প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী।



রাইজিংবিডি/ঢাকা/৯ জুন ২০১৮/মেহেদী/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়