ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আখতারকে ঢামেকে ভর্তি

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ১৮ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আখতারকে ঢামেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষার নেওয়ার দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থী আখতার হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রাইজিংবিডির ঢামেক প্রতিনিধি জানান, বৃহস্পতিবার দুপুর ২টার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আখতারকে ঢামেক হাসপাতালে আনে। গত তিন দিনের অনশনে তার শরীর অতিরিক্ত দুর্বল হয়েছে। এ কারণে মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আখতার হোসেনের শরীরে স্যালাইন চলছিল। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করছেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘আমরা তার বিষয়ে খুবই আন্তরিক। তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে পাঠানো হচ্ছে। সেখানেও সে অনশন করতে পারবে।’

অন্যদিকে, আখতার হোসেনের সঙ্গে সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছেন তার সহপাঠী ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীরা।



রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়