ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন স্থগিত

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ১৮ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন স্থগিত

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক : অনিবার্য কারণে আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে।

শুক্রবার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের মেডিক্যাল অফিসার ডাক্তার গাজী আহম্মেদ হাসান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনিবার্য কারণে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনটি স্থগিত করা হয়েছে। খুব শিঘ্রই এটি আবার অনুষ্ঠিত হবে।

এদিকে, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানও এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।

প্রসঙ্গত, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূাচিতে ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুদের ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ১টি করে লাল রঙের ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানাসহ চোখের অন্যান্য রোগ এবং রক্ত শূন্যতাও হতে পারে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৯/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়