ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিএসএমএমইউতে সম্মেলন ও সেমিনার

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএসএমএমইউতে সম্মেলন ও সেমিনার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ভাসকুলার সোসাইটির উদ্যোগে দ্বিতীয় আন্তর্জাতিক ভাসকুলার সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

আরো অতিথি ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।

সভাপতিত্ব করেন বাংলাদেশ ভাসকুলার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. নরেশ চন্দ্র মন্ডল। বক্তব্য রাখেন বাংলাদেশ ভাসকুলার সোসাইটির সেক্রেটারি জেনারেল ডা. মো. ফিদাহ হোসেন, আয়োজক  কমিটির সেক্রেটারি ডা. রকিবুল হাসান।

সম্মেলনে প্রায় পাঁচ শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন। সেমিনারে বাংলাদেশ ছাড়াও সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ অনেক দেশ থেকে আগত ভাসকুলার সার্জনরা ভাসকুলার চিকিৎসার সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন।

সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশে রোগীর অনুপাতে ভাসকুলার সার্জনের সংখ্যা অনেক কম। এ সংক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সারা দেশে ভাসকুলার রোগের চিকিৎসার সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সরকারের আশু পদক্ষেপ গ্রহণ করা জরুরি।



রাইজিংবিডি/ঢাকা/১৭ ফেব্রুয়ারি ২০১৯/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়