ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিএমএইচে ২ রোগীর শরীরে সফলভাবে কিডনী সংযোজন

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৬, ২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিএমএইচে ২ রোগীর শরীরে সফলভাবে কিডনী সংযোজন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দ্বিতীয় বারের মতো আরো দুইজন রোগীর শরীরে দুটি কিডনী সফলভাবে সংযোজন করা হয়েছে।

বৃহস্পতিবার আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর এর গবেষণা কর্মকর্তা মুহাম্মদ শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়-গত ২৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত তিন দিন ধরে এই কার্যক্রম পরিচালিত হয়।

ভারতের স্বনামধন্য কিডনী ট্রান্সপ্ল্যান্ট প্রতিষ্ঠানের (IKDRC, Ahmedabad) ছয় সদস্য বিশিষ্ট অভিজ্ঞ ট্রান্সপ্ল্যান্ট টিমের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়। যার নেতৃত্ব দেন ট্রান্সপ্ল্যান্ট সার্জন অধ্যাপক প্রাঞ্জল রমনলাল মোদী ।

উল্লেখ্য, জনসাধারনের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর অঙ্গীকারের অংশ হিসেবে এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দূরদর্শিতা ও সার্বিক সহযোগিতায় ঢাকা সিএমএইচে এই কিডনী ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে ।

২০১৮ সালের ২৯ জুলাই থেকে ওই বছরের ৩ আগস্ট পর্যন্ত ওই ট্রান্সপ্ল্যান্ট টিম এই কার্যক্রমের সূচনা করেন।

যার ধারাবাহিকতায় ২য় বারের মত আবারো ল্যাপারোসকোপিক পদ্ধতিতে দুটি কিড্নী সফলভাবে সংযোজিত হলো ।

বর্তমানে সামরিক বাহিনীর সদস্যরা এ চিকিৎসাসেবা পেলেও ভবিষ্যতে অন্য রোগীদের জন্যও এ সেবা উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় ।



রাইজিংবিডি/ঢাকা/২ মে ২০১৯/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়