ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নাম চাওয়া লোক দেখানো : বিএনপি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ২৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাম চাওয়া লোক দেখানো : বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে সার্চ কমিটির নাম চাওয়াকে ‘লোক দেখানো’ বলছে বিএনপি।

শনিবার বিকেলে ঢাকায় এক আলোচনা সভায় দলটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এর আগে বাছাই কমিটির জন্য বিএনপি নাম দিয়ে এসেছিল, সার্চ কমিটিতে তার প্রতিফলন ঘটেনি। রাজনৈতিক দলগুলোর কাছে আবারো নাম চাওয়া এবং সিভিল সমাজের সঙ্গে মতবিনিময় লোক দেখানো ছাড়া আর কিছু নয়’, বলেন বিএনপির এই নীতিনির্ধারক।’

তিনি বলেন, ‘সার্চ কমিটি গঠন করার পরে জাতি যেভাবে হতাশ হয়েছে, আমার মনে হচ্ছে, সরকার আবারো জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করতে নির্বাচনী প্রজেক্ট নিয়ে এগুচ্ছে।’

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ‘জাতীয়তাবাদী আইন ছাত্র সংঘ’ (বিএনবিএলএসএ) আয়োজিত কনভেনশন ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির খসরু।

শনিবার সার্চ কমিটির প্রথম সভার পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, যে ৩১টি দল সংলাপে অংশ নিয়েছে, তাদের ৩১ জানুয়ারি বেলা ১১টার মধ্যে পাঁচটি করে নাম প্রস্তাব করতে বলা হয়েছে। এছাড়া নতুন নির্বাচন কমিশন গঠনে মতামত নেওয়ার জন্য আগামী সোমবার বিকেল ৪টা সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বসবেন সার্চ কমিটির সদস্যরা।

আমির খসরু মাহমুদ বলেন, ‘সার্চ কমিটিতে বিএনপির নামের প্রতিফলন না হোক, অন্তত নিরপেক্ষতার প্রতিফলন তো ঘটতে হবে। এখন আবার নাম চাইছে। আমি জানি না,  জাতীয়তাবাদী দল আবারো নাম দেবে কিনা।’

সুশীল সমাজের সঙ্গে সার্চ কমিটির বৈঠকের কিছু নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আলোচনা করতে হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি- এই দুটো বড় রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্যের প্রয়োজন আছে।’

দেশে নিরপেক্ষ ব্যক্তির অভাব নেই জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘অভাব হচ্ছে সদিচ্ছার। কিন্তু আওয়ামী লীগ আবারো জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখলের যে পাঁয়তারা করছে, তার ধারাবাহিকতায় সার্চ কমিটি গঠন, সুশীল সমাজের সঙ্গে আলোচনা লোক দেখানো ছাড়া কিছুই নয়।’

গণতন্ত্র ছাড়া উন্নয়ন সম্ভব নয়, উল্লেখ করে আমির খসরু বলেন, ‘আজ যারা উন্নয়নের কথা বলছে, তারা দেশের জনগণের কাছে উন্নয়নের কথা বলে প্রতারণা করছে। গণতন্ত্রের মূল মন্ত্র সমালোচনা-আলোচনা-সংলাপ। আমরা বারবার এর উদ্যোগ নিয়েছি। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনী প্রজেক্টের দ্বারাই আবার ক্ষমতায় আসতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না।’

জিয়াউর রহমানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আজকে দেশের যা উন্নয়ন হয়েছে তার সবই জিয়াউর রহমানের অর্থনৈতিক বিপ্লবের জন্য। দেশের ব্যক্তিগত অর্থনীতির মাধ্যমে। কিন্তু এখন দেশে কোনো ব্যক্তিগত অর্থনীতি নেই। যা আছে সবই আওয়ামী অর্থনীতি।’

আয়োজক সংগঠনের সভাপতি শেখ সোহেল মিয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নান, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২৮ জানুয়ারি ২০১৭/রেজা/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়