ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘নির্বাচনের নামে বহুমুখী প্রকল্পের পরিকল্পনা করছে সরকার’

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নির্বাচনের নামে বহুমুখী প্রকল্পের পরিকল্পনা করছে সরকার’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সরকার নির্বাচনের নামে বহুমুখী প্রকল্পের পরিকল্পনা করছে। এ প্রকল্পের মধ্যে রয়েছে পুলিশ দিয়ে নির্যাতন, জনগণের ভোটাধিকার হরণ, অবৈধভাবে ক্ষমতা দখল। কিন্তু নির্বাচনের নামে এ বহুমুখী  প্রকল্প সফল হতে দেওয়া হবে না।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘নতুন নির্বাচন কমিশন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল ।

নির্বাচনের নামে বহুমুখী প্রকল্প সফল হতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ‘জাতীয় ঐক্য গঠন করে একজন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছিলাম আমরা। যাতে করে দলীয়, বিতর্কিত কোনো কমিশন গঠিত না হয়। কিন্তু প্রতিটি শর্তের ব্যত্যয় ঘটেছে।’

রাষ্ট্রপতির প্রতি মানুষের আস্থা নেই উল্লেখ করে আমির খসরু মাহমুদ বলেন,‘যেভাবে দলীয় নির্বাচন কমিশন গঠন করেছেন তাতে রাষ্ট্রপতির  প্রতি জাতির আস্থা নেই।’

সরকার নেগেটিভ রাজনীতি করছে মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা নেগেটিভ রাজনীতি করব না। আমরা পজেটিভ রাজনীতি করব। আমাদের প্রতিটি পদক্ষেপ হবে নিয়মতান্ত্রিক।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, তিনি (ওবায়দুল কাদের) বলেছেন, খালেদা জিয়ার জন্য নির্বাচন ঠেকে থাকবে না। অর্থাৎ ২০১৪ সালের নির্বাচনের মতো আরেকটি ষড়যন্ত্রের নির্বাচন করতে যাচ্ছেন তারা। এটাই তিনি প্রকাশ করে দিলেন।’

আয়োজক সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মনজুর হোসেন ইসা, প্রাক্তন ছাত্রনেতা মনিরুজ্জামান মনির, ছাত্রনেতা ইসমাইল হোসেন তালুকদার প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৭ ফেব্রুয়ারি ২০১৭/মামুন খান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়