ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

মসুলে নির্যাতন চালাচ্ছে ইরাকি বাহিনী

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মসুলে নির্যাতন চালাচ্ছে ইরাকি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : মসুল শহরের পশ্চিমাংশে সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে রোববার নতুন করে অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী। অভিযানের শুরুতেই মসুল বিমানবন্দরের কাছে আতাহবাহ ও আল-লাজ্জাঘ গ্রাম দখল করেছে ইরাকি বাহিনী। তবে এরই মধ্যে এই বাহিনীর বিরুদ্ধে নির্যাতন , নির্বিচারে হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, মসুলের সড়কে ইরাকি বাহিনীর পোশাক পরিহিত কয়েকজন মানুষের হাতে নির্যাতনের ভিডিও পাওয়া গেছে। এতে দেখা গেছে, ইরাকি পুলিশের পোশাক পরিহিত একদল লোক চার বেসামরিক ব্যক্তিকে নির্মমভাবে প্রহার করছে। ভিডিওচিত্রটি যিনি ধারণ করছিলেন, তাকে বলতে শোনা গেছে, ‘সাবাশ, আপনারা অনেক ভালো কাজ করছেন।’ পরে লোকগুলিকে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয় এবং এদের মধ্যে তিনজনকে মেশিনগান দিয়ে গুলি করে হত্যা করা হয়। আরেকটি ভিডিওতে পুলিশের পোশাক পরা এক ব্যক্তির হাতে চাবুক দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, বেসামরিক লোকদের কুকুর অথবা ছাগলের অনুকরণে হাটতে বাধ্য করা হচ্ছে। যারা নির্যাতন চালাচ্ছে তাদেরকে হয় পুলিশের পোশাক, নয়তো সেনাবাহিনী অথবা সন্ত্রাসবিরোধী ইউনিটের সদস্যদের পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে।

এদিকে এ ঘটনায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে,‘ নির্যাতনের ঘটনা প্রমাণিত হলে নির্যাতকদেরকে আদালতের হাতে সোপর্দ করা হবে।’

তবে মানবাধিকার সংগঠনগুলো সরকারের এ ঘোষণায় সংশয় প্রকাশ করেছে। ইরাকে হিউম্যান রাইটসের পক্ষ থেকে নির্যাতনের চিত্রগুলো প্রকাশকারী  বিলকিস উইলি বলেছেন, ‘আমরা প্রায়ই কর্তৃপক্ষকে তদন্ত কমিটি করতে দেখি। তবে এর ফলাফল দুর্লভ।’



রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়