ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাকিস্তানে জঙ্গি আস্তানায় বিমান হামলা

তৈয়বুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ২০ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানে জঙ্গি আস্তানায় বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান বিমান বাহিনীর জঙ্গি বিমান উত্তর ওয়াজিরিস্তানের জঙ্গিদের কয়েকটি গোপন আস্তানায় হামলা চালিয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সোমবার বিকেলে এ তথ্য জানায়।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুচা ‍বিবি পার্বত্য এলাকায় এই হামলা চালানো হয়। সেখানকার কয়েকটি জঙ্গি আস্তানায় চালানো হামলায় সেগুলো ধ্বংস হয়ে যায়। নিহত হয় বেশ কয়েকজন জঙ্গি। সে সময় জঙ্গিরা সেখানে আবারো সংগঠিত হচ্ছিল।

জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান চলমান অভিযান এখন জোরদার করেছে। গত সপ্তাহে দেশজুড়ে কয়েকটি স্থানে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে নিহত হয় একশ’রও বেশি মানুষ।

এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয বৃহস্পতিবার। সেখানকার সুফি লাল শাহবাজ কালান্দার মসজিদে আত্মঘাতী হামলায় ৮৮ ব্যক্তি নিহত হয়। এরপর পাকিস্তানে সন্ত্রাসবিরোধী দমন অভিযান শুরু হয়।



রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৭/তৈয়বুর/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়