ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিরিয়ায় আত্মঘাতী হামলা, নিহত ২৯

তৈয়বুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরিয়ায় আত্মঘাতী হামলা, নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আলবাব শহরের কাছে শুক্রবার আত্মঘাতী হামলায় ২৯ ব্যক্তি নিহত হয়েছে। মাত্র কয়েক ঘণ্টা আগে শহরটি দখল করে নেওয়া হয় আইএসের কাছ থেকে।

সিরিয়ার তুরস্ক সীমন্ত থেকে আট কিলোমিটার উত্তরপূর্বে সুসিয়ান শহরে বোমাবাজ একটি নিস্ফোরক বোঝাই গাড়ি নিজেকেসহ উড়িয়ে দেন। এর কয়েক ঘণ্টা আগে প্রায় এক সপ্তাহ ধরে লড়াই শেষে আইএসের কাছ কাছ থেকে শহরটি দখল করে নেওয়া হয়। সিরীয় অবজারভেটরি ফর হিউস্যান রাইটস এ খবর জানায়।

তারা জানায়, বিাস্ফোরণে আইএসের দুটি কমান্ড পোস্ট ধ্বংস হয়ে যায়। এছাড়া কয়েকজন যোদ্ধা গুরুতর আহত হয়।

শহরটি ছিল আলেপ্পো প্রদেশে আইএসের সর্বশেষ শক্ত  ঘাঁটি। বিদ্রোহীরা গত বছর তুরস্কের স্থল ও বিমান বাহিনীর সমর্থন নিয়ে শহরটি দখল করে নেয়ার চেষ্টা করেছিল।

তুরস্ক সিরিয়ায় সৈন্য পাঠায় গত বছর। তখন তারা জানায়, তাদের লক্ষ্য শুধু আইএস নয়, মার্কিন মদদপুষ্ঠ কুর্দী যোদ্ধারাও। কুর্দী যেদ্ধাদের তরস্ক সন্ত্রাসী বলে বিবেচনা করে থাকে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৭/তৈয়বুর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়