ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইরানের নৌমহড়া শুরু

তৈয়বুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরানের নৌমহড়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক : যক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ইরান রোববার ভারত মহাসাগর ও উপসাগরের মুখে নৌ-মহড়া শুরু করেছে।

গত মাসে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার করেন। একই সঙ্গে ২৯ তারিখে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর ইসলামিক প্রজাতন্ত্রটিকে হুশিয়ার করে দেন যে, বিকল্প সব ব্যবস্থাই হাতে আছে। প্রয়োজনে তা নেওয়াও হতে পারে।

বার্তা সংস্থা ইরনা জানায়, মহড়া হচ্ছে হরমুজ প্রণালি, ওমান উপসাগর, বাব এল-মেনড্যাব এবং ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে। সন্ত্রাসবাদ ও জলদস্যুদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রশিক্ষণ নেওয়াই এই মহড়ার উদ্দেশ্য।

প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল হরমুজ প্রণালী ও বাব এল-মেনড্যাব দিয়ে এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্র পাঠানো হয়ে থাকে। এছাড়া তেল পাঠানোর জন্য ইয়েমেন ও ইরান উপকুলের নৌপথও ব্যবহার করা হয়।

প্রায় ৭ লাখ ৭২ হাজার বর্গ বর্গকিলোমিটার এলাকায় চলমান মহড়ায় অংশ নিচ্ছে নৌ-বাহিনীর জাহাজ, সাবমেরিন, হেলিকপ্টার। এছাড়া মেরিন সৈন্যরা তাদের দক্ষতা ঝালাই করে নিচ্ছে।

এই অঞ্চলে মোতায়েন মার্কিন সেনা বাহিনীর পঞ্চম নৌবহর উপসাগর ও হরমুজ প্রণালি এলকার নৌ-পথ পাহারা দিচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৭/তৈয়বুর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়