ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নদীকে দেওয়া হলো মানব মর্যাদা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ১৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নদীকে দেওয়া হলো মানব মর্যাদা

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের প্রথম দেশ হিসেবে নদীকে জীবিত সত্তা হিসেবে স্বীকৃতি দিয়ে মানুষের সমান অধিকার দিয়েছে নিউজিল্যান্ড। স্থানীয় হোয়াংগুই নদীকে এ অধিকার দিয়ে দেশটির পার্লামেন্টে বুধবার  একটি বিল পাস হয়েছে।

মাওরি নামে স্থানীয় একটি উপজাতি নিউজিল্যান্ডের তৃতীয় দীর্ঘতম নদীটির অধিকারের স্বীকৃতির দাবিতে ১৪০ বছর ধরে আন্দোলন করে আসছে। নদীটিতে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন মাওরি জাতিসত্তার লোকেরা।

হোয়াংগুই নদীটির বিষয়ে প্রধান মধ্যস্থতাকারী জেরার্ড আলবার্ট বলেছেন, ‘ আমাদের এই উদ্যোগের কারণ হচ্ছে, আমরা নদীটিকে আমাদের পূর্বপুরুষ হিসেবে বিবেচনা করি এবং সবসময় তা ছিল।’

নদীটিকে মানব মর্যাদা দেওয়ায় এখন থেকে কেউ যদি এর কোনো ক্ষতি করে তাহলে আইন আর উপজাতি ও নদীর ক্ষতি করার মধ্যে কোনো পার্থক্য করবে না। কারণ তারা এখন এক ও অভিন্ন।

ওয়েতাঙ্গি আলোচনার জন্য নিয়োগকৃত মন্ত্রী ক্রিস ফিনলেসন এক বিবৃতিতে বলেছেন, এই সিদ্ধান্তের ফলে নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদি আইনি লড়াইয়ের অবসান হলো। তি আওয়া তুপুয়া এখন থেকে আইনি ব্যক্তির মতোই যাবতীয় অধিকার, দায়িত্ব ও দায় বহন করবে।

নদীটি দেখভালের জন্য দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এদের একজন মাওরি উপজাতির ও অপরজন রাজপরিবারের সদস্য।



রাইজিংবিডি/ঢাকা/১৬ মার্চ ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়