ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্যারিস বিমানবন্দরে হামলাকারীর রক্তে মাদক শনাক্ত

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৩, ২০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্যারিস বিমানবন্দরে হামলাকারীর রক্তে মাদক শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসের অরলি বিমানবন্দরে হামলাকারীর রক্ত পরীক্ষায় মাদক ও অ্যালকোহল শনাক্ত হয়েছে।

হামলাকারীর পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম জিয়েদ বিন বেলগাসেম। বয়স ৩৯ বছর।

এক সেনার মাথায় বন্দুক তাক করার পর পুলিশের গুলিতে নিহত হন তিনি। সেনার মাথায় বন্দুক ঠেকিয়ে বেলগাসেম হুংকার দিয়ে বলেন, ‘আল্লাহর জন্য মরতে চাই।’

প্যারিসের সরকারি কৌঁসুলির অফিস জানিয়েছে, টক্সিকোলজি পরীক্ষায় বেলগাসেমের রক্তে কোকেইন ও গাঁজার উপস্থিতি শনাক্ত হয়েছে।

বেলগাসেমের রক্তে মাত্রাতিরিক্ত অ্যালকোহল শনাক্ত হয়েছে। তার প্রতি লিটার রক্তে শূন্য দশমিক ৯৩ গ্রাম অ্যালকোহল ছিল। এর অর্ধেক মাত্রায় অ্যালকোহল নিয়ে প্যারিসে গাড়ি চালানোর অনুমতি রয়েছে।

প্যারিস পুলিশ জানিয়েছে, কারাগারে থাকা অবস্থায় বেলগাসেম মৌলবাদে দীক্ষিত হয়। পুলিশের নজরদারি তালিকায় ছিল তার নাম।

একটি বন্দুক হামলায় জড়িত ছিলেন বেলগাসেম। শনিবার একটি গাড়ি ছিনতাই করার পর অরলি বিমানবন্দরে টহলে থাকা একটি সেনাদলের ওপর হামলা চালান তিনি। প্যারিসের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর অরলি।

প্যারিসের প্রসিকিউটর ফ্রাঁসোয়া মলিঁস সাংবাদিকদের জানান, বেলগাসেমের বিরুদ্ধে অস্ত্র ডাকাতি ও মাদক নিয়ে অঘটনের অভিযোগ রয়েছে।

রোববার ফ্রান্সের রেডিও ইউরোপ ওয়ান-এ এক ব্যক্তি হাজির হয়ে দাবি করেন, তিনি বেলগাসেমের বাবা। বেলগাসেম যথার্থ ধার্মিক ছিল না এবং সে ছিল মাতাল।




রাইজিংবিডি/ঢাকা/২০ মার্চ ২০১৭/রাসেল পারভেজ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়