ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অস্ট্রেলীয় মন্ত্রীর সততা

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৯, ২১ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলীয় মন্ত্রীর সততা

অস্ট্রেলিয়ার পুলিশ মন্ত্রী ট্রয় গ্রান্ট

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে সরকারের মন্ত্রী-আমলাদের দৌরাত্ম্যের মধ্যে কিছুটা ব্যতিক্রমী ও সততার নজির স্থাপন করলেন অস্ট্রেলিয়ার পুলিশমন্ত্রী।

গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলে ভুল করেছিলেন মন্ত্রী ট্রয় গ্রান্ট। মন্ত্রীর দাবি, তখন বুঝতে পারেননি তিনি আইন ভাঙছেন। পরে বিষয়টি বোঝার পর নিজেই পুলিশের কাছে ফোন করে জরিমানা দেওয়ার প্রস্তাব দেন এবং ২৫০ ডলার জরিমানা পরিশোধও করেন।

এ বিষয়ে ট্রয় গ্রান্ট বলেন, ‘এটি সবাইকে আবারও মনে করিয়ে দেওয়ার মতো বিরাট ঘটনা- আইনের ঊর্ধ্বে কেউ নন, তিনি যদি পুলিশ মন্ত্রীও হয়ে থাকেন।’

মঙ্গলবার ট্রয় গ্রান্ট বলেন, ‘বুঝতে পারিনি, আমি যা করছি, তা আইনের বিরুদ্ধে যাচ্ছে... এটি আমার জন্য বড় শিক্ষা এবং আমি আশা করি, এ ঘটনা থেকে লোকজনও শিক্ষা নিতে পারবে।’



রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়