ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩১, ২৪ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক বাহিনীর গুলিতে ফিলিস্তিনি এক কিশোর নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। রামাল্লার সাত কিলোমিটার উত্তরে জেলাজুন শরণার্থী শিবিরের কাছে বৃহস্পতিবার সন্ধ্যায় এ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

নিহত কিশোরের নাম মুহাম্মদ মাহমুদ ইব্রাহিম আল হাতিব (১৭)। তার কাঁধে ও বুকে গুলিবিদ্ধ হয়েছিল বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার পশ্চিম তীরের কেন্দ্রস্থলে একটি যাত্রীবাহী গাড়ি লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা। আহত অবস্থায় গাড়ির চার আরোহীকে রামাল্লা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর ইব্রাহিম মারা যান। আহত অপর তরুণদের বয়স ১৮ বলে জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তিন সন্দেহভাজন বেইত এল এলাকার কাছে একটি গাড়ি থেকে বের হয়েছিল। সেখানে সন্দেহভাজনরা বোমা ছুড়ে মেরেছিল। এর জবাবে ওই এলাকার নিরাপত্তা বিধানে সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে সেনারা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়