ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৬ বছর পর মুক্তি পেলেন হোসনি মোবারক

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ২৪ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৬ বছর পর মুক্তি পেলেন হোসনি মোবারক

ডেস্ক রিপোর্ট : দীর্ঘ ৬ বছর কারাগারে থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক। শুক্রবার দেশটির সামরিক হাসপাতালের বন্দিদশা থেকে মুক্তি পান তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসির খবরে বলা হয়, ২০১১ সালে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন মিসরের সাবেক এই প্রেসিডেন্ট। তিনি দেশটির রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলের একটি সামরিক হাসপাতাল ছেড়ে নিজ বাড়িতে চলে গেছেন। অসুস্থ থাকায় ওই হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ছিলেন তিনি। এর আগে মিসরের উচ্চ আদালত বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ থেকে মোবারককে খালাসের আদেশ দেন। ২০১১ সালে সরকারবিরোধী আন্দোলনে ৮৪৬ জন বিক্ষোভকারী নিহত হন। পরে ক্ষমতাচ্যুত হন মোবারক এবং তাকে বন্দি করা হয়।

১৯৮১ সালে আততায়ীর হাতে আনোয়ার সাদাতের নিহত হওয়ার পর ক্ষমতা গ্রহণ করেন টানা তিন দশকের বেশি সময় তিনি ক্ষমতায় ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২৪ মার্চ ২০১৭/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়