ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

যারা আটকে দিলেন ট্রাম্পের স্বাস্থ্যসেবা বিল

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ২৫ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যারা আটকে দিলেন ট্রাম্পের স্বাস্থ্যসেবা বিল

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যসেবা বিল কংগ্রেসে উত্থাপনের আগেই তা প্রত্যাহার করে নেওয়ার পেছনে শক্তিশালী ভূমিকা পালন করেছেন ৩৩ জন রিপাবলিকান আইনপ্রণেতা।

রিপাবলিকান আইনপ্রণেতাদের মধ্যে ঐক্য সৃষ্টি করতে না পারায় শুক্রবার নতুন স্বাস্থ্যসেবা বিলা প্রত্যাহার করে নিতে বাধ্য হন ট্রাম্প।

যে ৩৩ জন আইনপ্রণেতা বিলটির বিরোধিতা করেছেন, বিলের পক্ষে ভোট দিতে অস্বীকৃতি জানিয়েছেন, তারা সবাই যে একই দাবিতে তা করেছেন, বিষয়টি মোটেও তা নয়। তিনটি ভিন্ন ভিন্ন মতাদর্শিক গ্রুপ বা বোর্ড এর নেপথ্যে কাজ করেছে।

বিল নিয়ে কংগ্রেসে ভোট গ্রহণের তারিখ নির্ধারিত হওয়ার পর বিরোধিতাকারী ৩৩ জনের জরিপ চালায় দি টাইমস পত্রিকা। জরিপে তিনটি গ্রুপ চিহ্নিত হয়। প্রথম গ্রুপে ১৫ জন কট্টরপন্থি রিপাবলিকান আইনপ্রণেতা, দ্বিতীয় গ্রুপে আটজন আইনপ্রণেতা ও তৃতীয় গ্রুপে ১০ জন মডারেট রিপাবলিকান আইনপ্রণেতা রয়েছেন।

১৫ জনের গ্রুপের সবাই কট্টরপন্থি রিপাবলিকান। তারা প্রাক্তন প্রেসিডেন্ট ওবামার অ্যাফোর্ডঅ্যাবল কেয়ার অ্যাক্ট (ওবামাকেয়ার নামে পরিচিত) নামে স্বাস্থ্যনীতি পুরোপুরি বাতিল করার দাবি জানান। এই ১৫ জন হাউস ফ্রিডম ককাসের সদস্য।

ট্রাম্পের স্বাস্থ্যসেবা বিলের বিরোধিতাকারী ১৫ কট্টরপন্থি রিপাবলিকান হলেন- অ্যান্ডি বিগস, পল গোসার, বিল পোসি, র‌্যান্ডি ওয়েবার, ভেড ব্রাট, রাউল আর. ল্যাব্রাডোর, জিম জর্ডান, রোড ব্লাম, জাস্টিন আমাশ, টেড বাড, টেড ইয়োহো, লুই গোহমের্ট, মার্ক মেডোস, টম গ্যারেট, মো বুকস।

১০ জন মডারেট রিপাবলিকান আইনপ্রণেতা ট্রাম্পের স্বাস্থ্যসেবা বিলের বিরোধিতা করেছেন। তারা টুয়েজডে গ্রুপের সদস্য। প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটন বেশি ভোট পাওয়া জেলার রিপাবলিকান নেতা তারা। নতুন স্বাস্থ্যসেবা বিল পাস হলে কয়েক লাখ মানুষ স্বাস্থ্যবিমা হারাবেন, কংগ্রেশনাল বাজেট কমিটি এমন সিদ্ধান্ত দেওয়ার পর এই ১০ জন বিল থেকে নিজেদের দূরে রাখেন। দরিদ্র ও বয়স্ক নাগরিকদের জন্য স্বাস্থ্যবিমা সুবিধা বাড়ানোর দাবি জানান তারা।

বিলের বিরোধিতাকারী ১০ মডারেট রিপাবলিকান আইনপ্রণেতা হলেন- বারবারা কামস্টক, চার্লি ডেন্ট, ড্যান ডোনোভ্যান, ডেভিড জয়িস, ফ্রাঙ্ক এ. লোবিয়ন্ডো, ইলেনা রোস-লেটিহনেন, জাইম হেরেরা বুয়েটলার, জন কাটকো, লিওনার্ড লেন্স, রুডনি ফ্রেলিংহুসেন।

অন্য আটজন রিপাবলিকান আইনপ্রণেতার এই বিলের বিরোধিতার বিভিন্ন কারণ রয়েছে। তারা হলেন- ব্রিয়ান ফিৎজপ্যাট্রিক, ক্রিস্টোফার এইচ. স্মিথ, ডেভিড ইয়ং, মার্ক আমোডি, রিক ক্রাউফোর্ড, রব উইটম্যান, থমাস ম্যাসি, ওয়ালটার বি জোনস।

তথ্যসূত্র : নিউ ইয়র্ক টাইমস অনলাইন।



রাইজিংবিডি/ঢাকা/২৫ মার্চ ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়