ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ডেবি পাখিটি আর নেই!

নাঈম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ৩০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেবি পাখিটি আর নেই!

আন্তর্জাতিক ডেস্ক : সাইক্লোন ডেবি অস্ট্রেলিয়ার একাংশ লণ্ডভণ্ড করে দিয়েছে। নিজের শরীরে সেই আঘাতের চিহ্ন বয়ে বেড়াচ্ছিল একটি কাকাতুয়া। গত মঙ্গলাবর কুইন্সল্যান্ড থেকে উদ্ধার করা হয় পাখিটিকে। ভয়াবহ এ ঝড়ের নামানুসারে পাখিটির নামকরণ করা হয়েছে ‘ডেবি বার্ড বা ডেবি পাখি’।

বৃহস্পতিবার  জানা যায়, বনের পাখি বনে ফিরে গেছে। তবে জীবিত নয়, মৃত।  ‘ডেবি’ কে তার খাঁচা থেকে মৃত উদ্ধার করা হয়েছে এবং তাকে তার বাসস্থান সেই বনে কবর দেওয়া হয়েছে।

ফটোগ্রাফার অ্যালেক্স সুইনির ক্যামেরায় ধরা পড়ে কাকাতুয়া ডেবির একটি ছবি। সেই ছবিটি ছাপা হয় ‘টাইন্সভিলা বুলেটিন’ নামে একটি স্থানীয় পত্রিকায়। ছবিটি সাইক্লোন ডেবির ভয়াবহতার একটি প্রতিকৃতী হিসেবে সবার সামনে চলে আসে।

এক বন্যপ্রাণী পরিচর্চাকারী জানান, হয়তো কাকাতুয়া ডেবি ওই ঝড়ে মারাত্মক আঘাত পেয়েছিল, এতেই তার মৃত্যু হয়।

ফটোগ্রাফার সুইনি বলেন, একঝাক পাখি গাছের ডালে বসে ছিল। তখনই প্রচণ্ড বাতাসের ধাক্কার মধ্যে পড়ে সেগুলো।

কাকাতুয়া ডেবি সম্পর্কে তিনি বলেন, ‘সবুজের মাঝে দাঁড়িয়ে থাকা সাদা কাকাতুয়াটি আমার চোখ এড়ায়নি।’

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ মার্চ ২০১৭/নাঈম/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়