ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভারতে হিট স্ট্রোকে পাঁচজনের মৃত্যু

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ৩০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে হিট স্ট্রোকে পাঁচজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে  হিট স্ট্রোকে পাঁচজনের মৃত্যু হয়েছে। রাজ্যের কিছু এলাকায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রেকর্ড করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন জানিয়েছে, রাজ্যের রায়গাড জেলার ভিরা গ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে খবর পাওয়া গেছে। তবে ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, বিষয়টি নিশ্চিত হতে সেখানে একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। মার্চ মাসে এ ধরণের তাপমাত্রা রেকর্ডের ঘটনা বিরলই বলা যায় এ অঞ্চলে।

মুম্বাইয়ে আঞ্চলিক আবহাওয়া দপ্তরের প্রধান এস জি কাম্বলে বলেছেন, ভিরা গ্রামে  তাপমাত্রা ৪৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে খবর পাওয়ার পর আমরা বুঝতে পারি সেখানে অস্বাভাবিক কিছু ঘটছে। কারণ আশেপাশের এলাকায় এতো বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়নি।

ভিরা ছাড়াও আকোলায় ৪৪ দশমিক ১ ডিগ্রি এবং ওয়ারদা, নাগপুর ও চন্দ্রপুরে ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মহারাষ্ট্র ছাড়াও ভারতের

রাজস্থান ও হরিয়ানার কিছু এলাকায় ৪০ ডিগ্রিরও বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ মার্চ ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়