ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘যত লাশ, এখানে এত কফিনও নেই’

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ২৩ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘যত লাশ, এখানে এত কফিনও নেই’

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের বালখ প্রদেশে তালেবান সন্ত্রাসীদের হামলায় নিহত ১৪০ আফগান সেনার লাশ বহনের জন্য কফিনের সংকট পড়ে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা।

বালখ প্রদেশ পরিষদের সদস্য ইব্রাহিম খাইরান্দিস রোববার বলেন, ‘আজ এখানে কফিনেরও ঘাটতি হয়েছে। যত লাশ রয়েছে, এখানে এত কফিনও নেই।’

অন্য কর্মকর্তারা জানিয়েছেন, আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা বেড়ে ২০০ ছাড়াতে পারে। বালখ প্রদেশে এই হামলায় আহত হন দেড় শতাধিক সেনা।

রোববার জাতীয় শোক পালন করেন আফগানরা। নিহত সেনাদের পরিবারের সদস্যরা মাতন করছে দুদিন ধরে।

শুধু ২০১৬ সালেই আফগানিস্তানের ৬ হাজার ৭০০ সেনা সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। প্রায় ১৬ বছর আফগানিস্তানে যুদ্ধ চালানো যুক্তরাষ্ট্রেরও এত সেনা নিহত হয়নি।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।



রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়