ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১২ বছরের শিশুর ১৩০০ কিলোমিটার পথ পাড়ি

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৭, ২৪ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১২ বছরের শিশুর ১৩০০ কিলোমিটার পথ পাড়ি

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় গাড়ি চালিয়ে ১২ বছরের এক শিশু ১ হাজার ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। পুলিশ অবশ্য আইন ভঙ্গের অভিযোগে ওই শিশুকে গ্রেপ্তার করেছে।

পুলিশ কর্মকর্তা কিম ফিহোন জানিয়েছেন, ওই শিশু বাড়িতে থাকা পারিবারিক গাড়ি নিয়ে কাউকে না জানিয়ে বের হয়ে পড়ে। এর পরই শিশুটির বাবা-মা পুলিশকে জানায়, তাদের সন্তান নিখোঁজ রয়েছে। এ ঘটনায় পুলিশ শিশুটির খোঁজ শুরু করে।

রোববার নিউ সাউথ ওয়েলসের একটি সড়ক দিয়ে যাওয়া একটি গাড়ির বাম্পার ঝুলে পড়েছিল। পুলিশের একটি টহল দলের এটি নজরে পড়লে তারা গাড়িটি আটকায়। পরে গাড়ি খুলে চালকের আসনে শিশুটিকে দেখতে পান তারা। এ ঘটনায় শিশুটির বিরুদ্ধে ইয়ং অফেন্ডার্স অ্যাক্টে অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরো জানিয়েছে, শিশুটির নিউ সাউথ ওয়েলস থেকে অস্ট্রেলিয়ার পশ্চিমে পার্থ পর্যন্ত চার হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরিকল্পনা ছিল। তবে সে কীভাবে বাড়ি থেকে বের হয়ে একা ১ হাজার ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে তা এখনো পরিষ্কার নয়।




রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়