ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এবার মার্কিন সাবমেরিন দক্ষিণ কোরিয়ায়

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৭, ২৫ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার মার্কিন সাবমেরিন দক্ষিণ কোরিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক : এবার কোরীয় উপদ্বীপে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইউএসএস মিসিগান নামের সাবমেরিনটি দক্ষিন কোরিয়ার বুসান বন্দরে নোঙ্গর করেছে।

যুক্তরাষ্ট্র এমন সময় কোরীয় উপদ্বীপে এই ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করলো, যখন উত্তর কোরিয়া তার সেনাবাহিনীর ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, দিবসটি উপলক্ষে উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে পারে। গত সপ্তাহে মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসনকে কোরীয় উপদ্বীপ অভিমুখে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়া রোববার হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন উস্কানির জবাবে তারা এক ঘন্টার মধ্যে কার্ল ভিনসনকে ডুবিয়ে দেবে।

পারমাণবিক শক্তি চালিত ইউএসএস মিসিগান পানির নিচ থেকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র ও টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়তে সক্ষম।

দক্ষিণ কোরিয়ায় মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবেই ইউএসএস মিসিগান বুসানে নোঙ্গর করেছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া নৌবাহিনীর মৈত্রী সম্পর্ক আরো জোরদার হবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়