ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৪৭ দিন পর জীবিত উদ্ধার

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪১, ২৭ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪৭ দিন পর জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : নিখোঁজের ৪৭ দিন পর নেপালের হিমালয় থেকে তাইওয়ানের এক তরুণকে  জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তাইওয়ানের ন্যাশনাল ডং হুয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ২১ বছরের লিয়াং শেং ইউয়েহ এবং তার বান্ধবী ১৯ বছরের লিউ চেন চুন গত ফেব্রুয়ারিতে ভারত থেকে নেপালে গিয়েছিলেন। গত ৯ মার্চ তাদেরকে সর্বশেষ ধাদিং জেলার দক্ষিণে দেখা গিয়েছিল। প্রচণ্ড তুষারপাতের মধ্যেও তারা হিমালয়ে ওঠার চেষ্টা করছিলেন।

বুধবার স্থানীয় সময় বেলা ১১ টায় ধাদিংয়ের তিপলিং গ্রামের বাসিন্দারা হিমলায়ের ২ হাজার ৬০০ মিটার উচ্চতায় লিয়াংয়ের সন্ধান পায়। তবে তার বান্ধবী লিউ চেনকে জীবিত উদ্ধার করা যায়নি। তার মৃতদেহ অচেতন লিয়াংয়ের পাশেই পড়েছিল। তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।

লিয়াংকে কাঠমান্ডুর গ্রান্ডি আন্তর্জাতিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসক ড. সঞ্জয় কারকি বলেছেন, ‘সে (লিয়াং) ধীরে ধীরে কথা বলতে পারছে। সে জানিয়েছে তার বান্ধবী তিনদিন আগে মারা গেছে। সে কোনো আঘাতপ্রাপ্ত হয়নি। তবে তার দেহে পোকার কামড়ের চিহ্ন রয়েছে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়