ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘যদি তিনি মদ্যপ থাকেন, তাহলে তা ধর্ষণ’

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ২৭ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘যদি তিনি মদ্যপ থাকেন, তাহলে তা ধর্ষণ’

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ধর্ষণের এক নতুন সংজ্ঞা দিয়ে বিতর্কের মুখে পড়েছেন।

বাইডেনের মতে, কোনো মদ্যপ নারীর সংস্পর্শে আসাই ধর্ষণ। কারণ, এ অবস্থায় তিনি সম্মতি দিতে পারেন না।

যুক্তরাষ্ট্রে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যৌন সহিংসতার বিরুদ্ধে সরকারের পক্ষে কয়েকটি পদক্ষেপ নিয়েছিলেন বাইডেন। তার দেওয়া তথ্যমতে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতি পাঁচ নারী শিক্ষার্থীর মধ্যে একজন ধর্ষণের শিকার হন।

বুধবার ভার্জিনিয়ায় জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যৌন হয়রানি বিষয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বাইডেন বলেন, ‘যখন কোনো নারী মাতাল অবস্থায় থাকেন, তখন তিনি সম্মতি দিতে পারেন না... তিনি সম্মতি দিতে পারেন না, বিধায় এটি ধর্ষণ।’ এই একই বাক্য তিনি কয়েকবার উচ্চারণ করেন।

তবে সমালোচকরা বলছেন, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট হয়তো ধর্ষণের সংজ্ঞা ভুলে গেছেন। তাদের দাবি, মদ্যপ অবস্থায় অনেক দম্পতি পরস্পরের সান্নিধ্যে আসেন। তার মানে এই দম্পতির পুরুষ সঙ্গীকে ধর্ষক বলা যায় না।



রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়