ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

দিল্লি দখলের হুমকি মমতার

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ২৮ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিল্লি দখলের হুমকি মমতার

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বাংলা দখলের পরিকল্পনার জবাবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ওরা বাংলাকে টার্গেট করলে দিল্লিতে আমরা সরকার গড়ব।’

শুক্রবার এক সমাবেশে মমতা এ হুঁশিয়ারি দিয়েছেন।

তিনদিনের সফরে পশ্চিমবঙ্গে এসে রাজারহাটের গৌরাঙ্গনগরে এক সম্মেলনে  অমিত শাহ বলেন, ‘তিন দিনে আমি বাংলায় অভূতপূর্ব উৎসাহ দেখলাম। আমি নিশ্চিত, এ বার এখানে বিজেপির সরকার হবে। আবার সোনার বাংলা হবে।’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনারা কেন তৃণমূলকে ভয় পাচ্ছেন? এর কারণ হচ্ছে, আপনারা জানেন, আগামী দিনে তৃণমূল ক্ষমতায় যাবে। যারা আমাকে চ্যালেঞ্জ করেছে, আমি তাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম।  আমরা দিল্লি দখল করব।’

বিজেপি তৃণমূল কংগ্রেসের ব্যাপারে নাক গলাতে চাচ্ছে অভিযোগ করে মমতা বলেন, ‘তারা দিল্লি থেকে আসে আর অপপ্রচার করে যায়। তারা দ্রুত বাংলার ক্ষমতা নিতে চায়। তারা গুজরাটকেই সামলাতে পারে না আবার বাংলার দিকে চোখ দেয়।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ এপ্রিল ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়