ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কোরিয়া সংকট : আন্তর্জাতিক মধ্যস্থতার আহ্বান পোপের

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪২, ৩০ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোরিয়া সংকট : আন্তর্জাতিক মধ্যস্থতার আহ্বান পোপের

আন্তর্জাতিক ডেস্ক : নিষেধাজ্ঞা সত্ত্বেও পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার উত্তেজনা নিরসনে আন্তর্জাতিক মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস।

তিনি মধ্যস্থতাকারী দেশ হিসেবে নরওয়ের প্রস্তাব করে বলেছেন, দেশটি এ ব্যাপারে সহায়তা করতে প্রস্তুত।

শনিবার বিবিসি এ খবর জানিয়ে বলেছে, মিসর সফর শেষে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ এ প্রস্তাব দিয়েছেন।

পোপ সতর্ক করে বলেছেন, ‘কোরিয়া সংকট ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির ঝুঁকি তৈরি করছে। এ সংকট নিরসন না হলে বিশ্বের একটি বড় অংশের মানবতা বিপন্ন হয়ে যাবে।’ তিনি বলেন, ‘আলোচনার মধ্য দিয়েই এ সমস্যার কূটনৈতিক সমাধান হতে হবে।’

উত্তর কোরিয়া শনিবার আরো একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর পোপ এ আহ্বান জানালেন। পিয়ংইয়ংয়ের উত্তর দিকের দক্ষিণ পিয়ংগান এলাকার একটি ঘাঁটি থেকে মাঝারিপাল্লার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় বলে দক্ষিণ কোরীয় সেনাবাহিনী জানিয়েছে।

কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন ও সে দেশের প্রেসিডেন্ট শি জিনপিংকে অসম্মান করেছে পিয়ংইয়ং ।



রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়