ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মালিতে ফ্রান্সের অভিযানে ২০ জঙ্গি নিহত

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১১, ১ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মালিতে ফ্রান্সের অভিযানে ২০ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ২০জনেরও বেশি জঙ্গিকে হত্যা করেছে ফ্রান্স। রোববার ফ্রান্সের আঞ্চলিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এপ্রিল মাসের প্রথম দিকে মালিতে জঙ্গিদের হাতে এক ফরাসি সেনা নিহত হয়। এর পরিপ্রেক্ষিতে সেখানে স্থল ও আকাশ পথে অভিযান চালায় ফরাসি সেনারা। নিহত জঙ্গিরা কোন সংগঠনের এ ব্যাপারে ফরাসি বাহিনীর পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

ফরাসি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, মালির দক্ষিণ-পশ্চিমের প্রদেশে গাওয়ের ফাউলসারি বন এলাকায় অবস্থানরত জঙ্গিদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

মালিতে প্রায়ই জঙ্গি হামলার ঘটনা ঘটে। ২০১৩ সালে দেশটির উত্তরের প্রধান শহর থেকে জঙ্গিদের বিতাড়িত করতে সক্ষম হয় ফরাসি বাহিনী। তবে এরপরও দেশটিতে জঙ্গি হামলা অব্যাহত রয়েছে। জঙ্গি মোকাবেলায় পশ্চিম আফ্রিকার এই দেশটিতে চার হাজার সেনা মোতায়েন করেছে ফ্রান্স।



রাইজিংবিডি/ঢাকা/১ মে ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়