ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

দুই পাইলটসহ ভারতের যুদ্ধবিমান নিখোঁজ

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ২৩ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই পাইলটসহ ভারতের যুদ্ধবিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক : চীন সীমান্তের কাছে উড়ন্ত অবস্থায় দুই পাইলটসহ ভারতের একটি যুদ্ধবিমান নিখোঁজ হয়েছে।

আসামের তেজপুর এলাকার আকাশে রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় ভারতীয় বিমানবাহিনীর সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান।

ইন্ডিয়ান এয়ার ফোর্সের (আইএএফ) এক জ্যেষ্ঠ কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন, বিমানটি বিধ্বস্ত হতে পারে। তিনি বলেছেন, ‘আসামের তেজপুর এলাকায় নিয়মিত মহড়ায় থাকা অবস্থায় রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে সুখোই বিমানটি নিখোঁজ হয়েছে।’

১৫ মার্চ রাজস্থানের বারমার জেলায় শিবকার কুদলা গ্রামে একটি সুখোই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় গ্রামের তিন ব্যক্তি আহত হন।

এখন পর্যন্ত ভারতীয় বিমান বাহিনীর ২৪০টি সুখোই-৩০ এমকেআই বিমানের মধ্যে সাতটি নষ্ট হয়েছে। সবশেষ নিখোঁজের ঘটনাটি নিশ্চিত হলে মোট আটটি বিমান সুখোই বহর থেকে হারাবে আইএএফ।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন



রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়